শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

সিএনএন প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ১০টি

৪ জানুয়ারি, সিএনএন : হংকং, সিডনি ও ভ্যানকুবার শহর তিনটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল হিসেবে বিবেচিত হয়েছে। ডেমোগ্রাফিয়া ইন্টারন্যাশনাল হাউজিং এফর্টিবলিটি এর বার্ষিক জরিপে এই তিনটি শহর সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় স্থান পেয়েছে বলে জানিয়েছে সিএনএন। মঙ্গলবার সিএনএনের ওই প্রতিবেদনে জানানো হয় ডেমোগ্রাফিয়ার ১৩তম জরিপ এটি। আগের ১২টি জরিপেও এই শহর তিনটি ব্যয়বহুল শহরের তালিকার প্রথমে স্থান পেয়েছিলো। ২০১৭ সালেও তাদের অবস্থান আগের মতোই আছে। এর মধ্যে হংকং ৭ বছর যাবত শীর্ষ অবস্থানে রয়েছে। হংকংয়ে ১০০ বর্গফুটের একটি ফ্লাটের ভাড়া ৩৮৫ মার্কিন ডলার বা ৩০ হাজার ৮ শ’ টাকা। ছোট দ্বীপরাষ্ট্র হংকংয়ের জনসংখ্যা প্রায় ৭০ লাখ।
সংস্থাটির জরিপে ব্যয়বহুল শহরের তালিকায় আরও ৭টি শহর রয়েছে। সেগুলো হলো। নিউজিল্যান্ডের ওকল্যান্ড, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যুক্তরাষ্ট্রের সান জোস, হোনলুলু, লসএঞ্জেলস, সান ফ্রানসিসকো ও যুক্তরাজ্যের বোরেনমাউন্ট। উল্লেখিত দেশগুলো থেকে ২০১৬ সালের শেষ তিন মাসে এইসব তথ্য নেয়া হয়েছে। ডেমোগ্রাফিয়া ‘মিডিয়ান মাল্টিপাল’ সিস্টেমে এই জরিপটি করেছে। এ অর্থ হলো মোট বাৎসরিক বাড়ি ভাড়ার আয়কে মধ্যম পর্যায়ের বাড়ি ভাড়ার মূল্য দিয়ে ভাগ করলে যা হয় সেটা। এই পদ্ধতিটি জাতিসংঘ ও বিশ্বব্যাংক স্বীকৃত। এই হিসেবে হংকংয়ের মিডিয়ান মাল্টিপল স্কোর হচ্ছে ১৮.১। গত বছর এর পয়েন্ট ছিলো ১৯। সিডনির স্কোর ১২.২ (গত বছরের সমান) এবং ভ্যানকুবারের স্কোর ১১.৮। এ বছর শীর্ষ ১০ এ যুক্ত হয়েছে সান জোস (৯.৬) হোনলুলু (৯.৪) ও বোরেনমাউন্ট (৮.৯)।

অনলাইন আপডেট

আর্কাইভ