শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিল গেটস হতে যাচ্ছেন বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নারি’

২৫ জানুয়ারি, এনডিটিভি : লাখপতি থেকে কোটিপতি শুনলে আগে মানুষ অবাক হয়ে যেত। এ বিস্ময় কেটে গেছে বাজার অর্থনীতির মিলিওনারি ও বিলিওনারির ধাক্কায়। এবার ফের অবাক হবার পালা। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সম্ভবত বিশ্বের প্রথম ট্রিলিয়নারি হতে যাচ্ছেন। আরো অবাক হওয়ার ব্যাপার যে অভিধানেই ট্রিলিয়নারি শব্দটি নেই, যা এখন যুক্ত করতে হবে। তবে বিল গেটসকে ট্রিলিয়নারি হতে আরো ২৫ বছর অপেক্ষা করতে হবে। অক্সফাম ইন্টারন্যাশনালের নতুন এক গবেষণায় দেখা গেছে, বেঁচে থাকলে বিল গেটস আগামী ২৫ বছর পর ট্রিলিয়নারি হতে যাচ্ছেন এবং তখন তার বয়স হবে ৮৬ বছর। ২০০৯ সাল থেকে প্রতিবছর বিল গেটসের সম্পদের পরিমাণ ১১ ভাগ হারে বৃদ্ধি পাচ্ছে। তাতে খুব শিগগির বিশ্বের প্রথম ট্রিলিয়নারি হতে যাচ্ছেন বিল গেটস। ২০০৬ সালে যখন মাইক্রোসফট ছেড়ে যান বিল গেটস তখন তার সম্পদের পরিমাণ ছিল ৫০বিলিয়ন মার্কিন ডলার। গত বছর অক্সফামের হিসেবে সম্পদের পরিমাণ ছিল ৭৫ বিলিয়ন ডলার। বিল গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রচুর দান খয়রাত করার পরও তার সম্পদে কোনো ঘাটতি পড়েনি। একই সঙ্গে তিনি তার সম্পদের অর্ধেকই দান করার ব্যাপারে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। ফোর্বসের হিসেবে বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ ৮৪ বিলিয়ন ডলার। তার সম্পদের পরিমাণ ১ হাজার বিলিয়ন হলেই তিনি ট্রিলিয়নারি হয়ে যাবেন। অক্সফাম বলছে, বাজার অর্থনীতির এ পরিবেশে কেউ যদি বিরাট ধনী হয়ে থাকে তাহলে তার উচিত কঠিনভাবে প্রচেষ্টা নেওয়া যাতে সে আরো ধনী না হয়। অক্সফামের আরেক প্রতিবেদনে বলা হচ্ছে, বিল গেটস সহ ৮ ধনীর হাতে বিশ্বের অর্ধেক পরিমাণ সম্পদ বা ৩৬০ কোটি গরিব মানুষের সম্পদের সমান কুক্ষিগত হয়ে আছে।

অনলাইন আপডেট

আর্কাইভ