বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

নির্বাচনকালীন নিরপেক্ষ ও নির্দলীয় সরকার প্রয়োজন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান বলেছেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি জাতীয় সংসদে কয়েক মিনিটের মধ্যে আওয়ামী লীগ দেশের প্রচলিত বহুদলীয় গণতন্ত্র হত্যা করে এক দলীয় বাকশাল কায়েম করেছিল। বর্তমানেও উন্নয়নের নামে লুন্ঠন, দখলবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য চলছে সরাদেশে। দেশবাসীর গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। বাক ও ব্যক্তি স্বাধীনতা ভুলুন্ঠিত। সেদিন ৪টি জাতীয় পত্রিকা ছাড়া সকল সংবাদপত্র নিষিদ্ধ করা হয়েছিল। বর্তমানেও মানুষের জীবনের নিরাপত্তা নেই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। গুম, খুন, অপহরণ, চাঁদাবাজি নিত্য নৈমিত্তিক ব্যাপার। তিনি আরো বলেন, দেশের বিদ্যমান নির্বাচন কমিশন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হওয়ার কারণেই বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠন ও কমিশনকে অধিকতর শক্তিশালী করণে জামায়াতের বক্তব্য হল- অবাধ, নিরপেক্ষ ও সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহায়তা প্রদানের জন্য ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনকালীন সময়ের জন্য একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বা নির্দলীয় কেয়ারটেকার সরকার প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ একক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। রাষ্ট্রীয় মূলনীতির অন্যতম হচ্ছে “গণতন্ত্র” গণতন্ত্রের মাধ্যমে মানুষ তথা রাষ্ট্রের নাগরিকগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। নির্বাচন প্রক্রিয়ায় জনগণ ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করে। “গণতন্ত্র হত্যা” দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগর জামায়াতের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নগর জামায়াতের প্রচার সম্পাদক মুহাম্মদ উল্লাহ, নগর মজলিসে শূরার সদস্য এম.জাকির হোসেন ও মুহাম্মদ ইসমাঈল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ