ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

পাকিস্তান উপকূলে ৬.৩ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক: পাকিস্তানের উপকূলে বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৩। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানিয়েছে।
স্থানীয় সময় ভোর ৩টা ৩ মিনিটে (গ্রিনিচ মান সময় মঙ্গলবার ২২০৩টায়) আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় শহর পাসনি থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। বেলুচিস্তানের প্রত্যন্ত একটি প্রদেশে ভূমিকম্পটি হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এএফপি’র এক সাংবাদিক প্রদেশিক রাজধানী কোয়েটা থেকে জানান, গোয়েদার বন্দরসহ ভূমিকম্পটির কাছে অবস্থিত নগরীগুলোর বাসিন্দাদের মধ্যে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতংকিত জনগণ বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।-বাসস

অনলাইন আপডেট

আর্কাইভ