শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

চুয়াডাঙ্গার খাসপাড়ায় অগ্নিকান্ডে ৪টি পরিবারের ৭টি ঘর ভস্মীভূত ॥ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা সদরের খাসপাড়া গ্রামে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টার দিকে রান্না ঘর থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৪টি পরিবারের ৭টি বসতঘর, নগদ ১লাখ টাকা, ৫টি ছাগল, ছেলেমেয়েদের পড়া লেখার বই, আসবাবপত্রসহ প্রায় ১০লাখ টাকার মালামাল পুড়ে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েগেছে। সম্বল বলতে পরনের কাপড় আর ঘরের সিমেন্টের খুটি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বৃহ¯পতিবার ভোর সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নানের রানাঘর থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে চুয়াডাঙ্গা সদর উপজেলার খাসপাড়া গ্রামে। বাড়ির মানুষ ঘুম থেকে জেগে উঠতে উঠতেই ততক্ষণে কালু পাঠানের ১টি বসত ঘর ২টি ছাগল, আব্দুল খালেকের ৩টি বসত ঘর নগদ ৬০ হাজার টাকা এবং ৫টি ছাগল, আব্দুল মান্নানের ৩টি বসত ঘর নগদ ২০ হাজার টাকা, হোসনে আরা বেগমের ১টি বসত ঘর ও নগদ ২০ হাজার টাকা সহ ঘরের সব আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। সেই সাথে আব্দুল মান্নানের নবম শ্রেণীর ছাত্রী এবং ৪র্থ শ্রেণীর ছাত্রর বই পুড়ে যায়। সম্বল বলতে পরনের কাপড় আর ঘরের সিমেন্টের খুঁটি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এঘটনায় আব্দুল মান্নান, মা ফুলজান বেগম এবং স্ত্রী নাছিমা খাতুন আগুনে পুড়ে আহত হন।

অনলাইন আপডেট

আর্কাইভ