শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নাম প্রত্যাহার ট্রাম্প মনোনীত নেভি সেক্রেটারির

২৭ ফেব্রুয়ারি, দ্য হিল : ট্রাম্প প্রশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ পদ ফিরিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা ফিলিপ বিলডেন। ট্রাম্প ফিলিপকে নৌ মন্ত্রীর পদে মনোনয়ন দিয়েছিলেন।
গত রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিসকে পাঠনো এক পত্রে ফিলিপ তার অপারগতার কথা জনান। পত্রে ফিলিপ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডার প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে তবে পারিবারিক ও ব্যক্তিগত ব্যবসার সাথে সরকারের এত বড় দায়িত্ব সংঘাতপূর্ণ হতে পারে বলে তিনি মনে করেন।
মনোনয়ন প্রত্যাখ্যানের বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাটিস। হারবোর ভেস্ট পার্টনার্স কোম্পানির সঙ্গে ২৫ বছর যুক্ত ছিলেন ফিলিপ। যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি ফাউন্ডেশন ও নেভাল ওয়ার কলেজ ফাউন্ডেশনের সাবেক এই সদস্যকে যুক্তরাষ্ট্রের নেভি সেক্রেটারি দায়িত্বে যথার্থ মনে করেছিলেন জিম ম্যাটিস।
ট্রাম্প প্রশাসনে ধনী ব্যবসায়ীদের মনোনয়ন দেয়ার মধ্যে ফিলিপ আরেকটি নতুন ঘটনা। এর আগে যুক্তরাষ্ট্রের আরেক ধনী ব্যবসায়ী ভিনসেন্ট ভিয়োলা ৩ ফেব্রুয়ারি আর্মি সেক্রেটারির মনোনয়ন ফিরিয়ে দেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের ৪০ দিন অতিবাহিত হলেও এখনও প্রশাসন গুছাতে পারেননি।

অনলাইন আপডেট

আর্কাইভ