শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আজ সারা দেশে দুর্নীতিবিরোধী মানববন্ধন করবে দুদক

স্টাফ রিপোর্টার : দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টির লক্ষ্যে আজ শুক্রবার সারাদেশ একযোগে দুর্নীতিবিরোধী মানববন্ধন করবে দুর্নীতি দমন কমিশন-দুদক।

ওই দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ২২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি মানববন্ধনে অংশ নেবে বলে দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার জানানো হয়।

কেন্দ্রীয়ভাবে রাজধানীর উত্তরা থেকে ফার্মগেট, বাংলামটর, শাহবাগ, মৎস্যভবন, কাকরাইল মোড়, বিজয়নগর হয়ে প্রেস ক্লাব পর্যন্ত মানববন্ধন হবে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেস ক্লাবের সামনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ ও এ এফ এম আমিনুল ইসলাম, শিক্ষা সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানববন্ধনে অংশগ্রহণের কথা রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ