বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বাংলাদেশ-শ্রীলংকা স্থান নির্ধারণী আজ

স্পোর্টস রিপোর্টার: ওয়ার্ল্ড হকি লিগ দুইয়ের দ্বিতীয় রাউন্ডে খেলার আশা ইতোমধ্যেই ভেস্তে গেছে স্বাগতিকদের। পরবর্তী রাউন্ড দূরে থাক, সেমিফাইনালে খেলার প্রত্যাশা পূরণ হয়নি জিমিদের। তাই আয়োজক হয়েও খেলতে হচ্ছে স্থান নির্ধারণী ম্যাচ। ঢাকা পর্বে আট দলের এ রাউন্ডে চারটি শীর্ষ দল চলে গেছে সেমিফাইনালে। বাকি চার দল খেলবে স্থান নির্ধারনী ম্যাচে। যার মধ্যে রয়েছে স্বাগতিক বাংলাদেশও। পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচে উত্তীর্ণ হতে হলে এ ম্যাচটিতে জিততে হবে জিমিদের। প্রতিপক্ষ শ্রীলংকা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল আজ সোয়া নয়টায় ম্যাচটি শুরু হবে। এ- গ্রুপের তিন ম্যাচের দু’টিতে জিতলেই কোয়ার্টার ফাইনালে ঘানাকে পেত বাংলাদেশ। কিন্তু গ্রুপ পর্বে ওমানের কাছে হেরেই সব স্বপ্ন ভেঙে গেছে জিমিদের। ফলে গত বৃহস্পতিবার শক্তিশালী মিসরের সঙ্গে খেলতে হয়েছে তাদের। ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও ওই ম্যাচে মিসরের কাছে ৫-১ ব্যবধানে হেরে এখন স্থান নির্ধারণী ম্যাচে এসে দাঁড়িয়েছে জিমি বাহিনী। তবে সব আশা ভেস্তে গেলেও এখন স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশের কোচ অলিভার কার্টজ। গতকাল অনুশীলনের সময় জানান, আমরা এখন শ্রীলংকা ম্যাচের দিকেই মনোযোগ দিতে চাই। আক্রমণভাগ এবং পেনাল্টি কর্নারের দুর্বলতা কাটিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারবো বলে আশা করি। এদিকে সকাল সাড়ে ১১টায় আরেক স্থান নির্ধারণী ম্যাচে ঘানার মুখোমুখি হবে ফিজি। এ দুই ম্যাচের বিজয়ীরা আগামীকাল রোববার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। এছাড়া দুপুর পৌনে দু’টায় দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মিসর ও মালয়েশিয়া। বিকেল চারটায় আরেক সেমিফাইনালে চীনের মুখোমুখি হবে ঘানা।

অনলাইন আপডেট

আর্কাইভ