শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

অস্তগামী সূর্যের প্রতি

মোশাররফ হোসেন খান

রাত শেষে ভোর নামে নিয়ম-রীতিতে,

                কেটে যায় ঘনঘোর অন্ধকার।

আবারও পৃথিবীতে 

           রোদেলা হাঁস কাটে নিপুণ সাঁতার।

অত:পর ক্রমশ ফিকে হয়ে আসে দিনের আলো,

মাঝখানে রয়ে যায় কতশত স্মৃতিবাহী ইতিহাসÑ

কোনোটা প্রলয়-প্রখর, কালাতীত কালো

                      কোনোটা ঝলসানো আকাশ!

পৃথিবীর উঠোন ভরে

শঙ্কা ও স্বপ্ন-শালিকের দাপাদাপি-

এইভাবে চলে আলো-আঁধারি খেলা

                           দিনব্যাপী।

অস্তগামী সূর্যের প্রতি বিস্ময়ী জিজ্ঞাসা-

এই মুহূর্তে কোন্ ইতিহাস রেখে যা”েছা বলো

আজ ও আগামীর জন্য!-

                     সে কি কেবলই হতাশা

                                     নাকি দৃপ্ত প্রত্যাশা!...

অনলাইন আপডেট

আর্কাইভ