শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রাতের আঁধার দিনের শুরুতে

হাসান নাজমুল

গভীর রাতের অন্ধকার আজ ঘিরে আছে মানুষকে,

সে অন্ধকার সমুদ্রে পড়ে মানুষেরা হাবুডুবু খাচ্ছে,

কেউ কেউ দিনের শুকনো মাটি ধরে আলোকিত ভোরে-

আসার উদ্যমে মত্ত, কিন্তু রাতের আঁধার তড়িঘড়ি

দিনের শুরুতে এসে গেছে, এ আঁধার কাটানোর কোন

শক্তি নেই মত্ত মানুষের, নিরাশার তলে পড়ে শুধু

যন্ত্রণা আঁকড়ে ধরে আজ তারা নিরাধারে বেঁচে আছে,

পৃথিবীর মানুষেরা মিলে দিনের দেহকে কুৎসিত-

করে দিয়েছে, নোংরা করে দিয়েছে দিনের দীপ্ত প্রাণ,

আজ দিন আর দিন নেই, হয়ে গেছে ভয়ানক রাত

আর একটু সময় পরে দু’চোখও হয়ে যাবে রাত,

তখন আঁধার দেখে দেখে অন্তরও অন্ধকার হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ