শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন এর নেতৃত্বে ১৯ মার্চ সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে   অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী এলাকায় বিষাক্ত কাপড়ের রং ব্যবহার করে বেকারীর খাদ্য উৎপাদন করার অপরাধে ভোক্তা অধিকার আইনে মাহফুজুর রহমান বেকারীকে ৪০ হাজার টাকা ও মানব দেহের জন্য ক্ষতিকারক এ্যামোনিয়া ব্যবহার করে বেকারীর খাদ্য তৈয়ার করার অপরাধে প্যারাগণ বেকারীকে ১০ হাজার টাকা সহ সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  অপর অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার এর নেতৃত্বে দারোগাহাট রোড পূর্ব মাদারবাড়ীতে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও খাদ্য দ্রব্যের উপর পার্শ্বের নালার মশা-মাছি বসায় জাফর বেকারীর মনির উদ্দিনকে ৫ হাজার টাকা, পশ্চিম মাদারবাড়ীতে বিষাক্ত রং, নোংরা ফ্লোর ও খাবার অনুপযোগি তেল ব্যবহার ব্যবহার, কর্মরত শ্রমিকদের হাতে গ্লাব্স না থাকায় এস এস ফুডকে ৪০ হাজার টাকা, যুগি চাঁন্দ মসজিদ লেইনস্থ  অস্বাস্থ্যকর,নোংরা পরিবেশ কারখানায় নিয়োজিত শ্রমিকরা ময়লাযুক্ত পায়ে খাবার রুটি তৈরী করায় এবং রুটির বক্সে তৈলাক্তযুক্ত থাকায় এবং হাতে গ্লাব্স না থাকায় প্রগতি বেকারীর মো. মামুনকে ২০ হাজার টাকা সহ সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ