শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নওগাঁ পলিটেকনিকের মেধাবী ছাত্র শ্যামলের হত্যাকারীদের দাবিতে বিক্ষোভ

নওগাঁ সংবাদদাতা : নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগের মেধাবী ছাএ শ্যামল চন্দ্রের হত্যাকারীদের বিচারের দাবীতে ও হত্যাকারী রুমন, রাশেদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট এর সাধারন ছাএরা বিক্ষোভ মিছিল ও ঘন্টাকাল ব্যাপী মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। কলেজ থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। সোমবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালন করে। মানব বন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তারিকুল ইসলাম, তানভির ইসলাম, শাকিল আহমেদ, বিশাল সরদার ও শিউল আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে শ্যামল হত্যাকারী রুমন, রাশেদসহ এজাহারভুক্ত আসামীরা গ্রেফতার না হলে বৃহত্তর কর্মসুচী ঘোষণা করা হবে। আরও বলেন, আসামীরা এখনও মোবাইল ফোনে হুমকী দিচ্ছেন মামলা তুলে নেয়ার এবং আন্দোলন না করার জন্য। পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোন লাভ হচ্ছে না।
উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার  মৎস্য খামারের গেটে রাত ৯টার সময় শ্যামলকে প্রতিপক্ষ রুমন, রাশেদ ও আলআমিন ছুরিকাঘাত করলে প্রথমে নওগাঁ হাসপাতালে ভর্তি করানো হলে অবস্থার অবনতি হলে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করলে যাবার পথে টাঙ্গাইলে সকাল ১১টায় মৃত্যু ঘটে।

অনলাইন আপডেট

আর্কাইভ