বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ফেনীতে দুই শিশুসহ মায়ের মৃত্যুর রহস্য তিন মাসেও উদ্ঘাটন হয়নি

ফেনী সংবাদদাতা: ফেনী শহরের পশ্চিম উকিলপাড়ায় দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা মা মর্জিনা আক্তার মুক্তার আত্মহত্যার রহস্য তিনমাসেও উদ্ঘাটন হয়নি। বছরের শেষদিকে ঘটনাটি বেশ আলোচিত হলেও ক্রমেই ধামাচাপা পড়ে যাচ্ছে। এনিয়ে পরিবারের সদস্য ও স্বজনদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। পুলিশ ও পরিবার সূত্রে জানায়, সোনাগাজীর বগাদানা ইউনিয়নের কুটিরহাটের দূর্গাপুর গ্রামের মৃত রহুল আমিনের ছেলে ইতালী প্রবাসী নুর মোহাম্মদ তারেকের সাথে গত ১২ বছর পূর্বে শহরের পশ্চিম রামপুর এলাকার উজির আলী ভূঞা বাড়ীর মৃত আলী আহম্মদের মেয়ে মর্জিন আক্তার মুক্তার বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর শহরের পশ্চিম উকিলপাড়ায় পানির ট্যাংক সংলগ্ন কমিশনার মোশাররফ হোসেনের পুরাতন বাড়ির আবদুর রব ভূঞা নিবাসের নিচতলায় সন্তানদের ভাড়া বাসায় থাকেন স্ত্রী মর্জিনা আক্তার মুক্তা (২৬)। গত ১২ ডিসেম্বর বিকালে স্বামীর সাথে মোবাইল ফোনে দু’জনের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডা হয়। এ ঘটনার পর তৃতীয় শ্রেনী পড়ুয়া তাসনিম আহমেদ (৮) ও ছেলে ফাহিম আহমেদ (৪) কে বিষপ্রয়োগ ও শ্বাসরোধে হত্যা করে। শিশু সন্তানদের হত্যার পর মুক্তাও আত্মহত্যা করে বিছানায় পড়ে থাকে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। ঘটনার একদিন পর নিহত মুক্তার ভাই আনোয়ার হোসেন মাছুম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। মামলাটির তদন্ত করেন ওসি মো: রাশেদ খান চৌধুরী। তিনি জানান, ভিসারা রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

অনলাইন আপডেট

আর্কাইভ