শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দামুড়হুদায় সড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা-আমতলা সড়কে ছিনতাইকারীরা তাণ্ডব চালিয়ে দুই গরু ব্যবসায়ীকে পিটিয়ে নগদ ২ লাখ টাকা ও তিনটি মোবাইলফোন ছিনতাই করে নিয়েছে। সোমবার সন্ধ্যায় সড়কের বোরিং মাঠের চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের হাতেম আলীর ছেলে গরু ব্যবসায়ী জসিম (৩৬) ও শঙ্করচন্দ্র গ্রামের শুকুর আলীর ছেলে শাহাবুদ্দিন (৪০) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দামুড়হুদার ডুগডুগি পুশুহাটে গরু বিক্রি করে পাওয়ার ট্রলিযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে দুধপাতিলা-আমতলা সড়কের বোরিং মাঠের চৌরাস্তা নামক স্থানে পৌঁছালে ১০/১২ জনের একদল ছিনতাইকারি অস্ত্রের মুখে তাদের গতিরোধ করে। এসময় গরু ব্যবসায়ী জসিম ও শাহাবুদ্দিনের কাছ থেকে নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা দু’টি মোবাইল ফোন ও পাওয়ারট্রলি চালক শরিফুলের কাছ থেকে ৭শ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদেরকে রাস্তার পাশে একটি ভূট্টা ক্ষেতের মধ্যে বেঁধে রেখে নির্বিঘেœ পালিয়ে যায়। পরে পথচারীরা ভূট্টাক্ষেতের মধ্যে মানুষের চিৎকার শুনে হিজলগাড়ি পুলিশকে খবর দিলে ক্যাম্পের ইনচার্জ এএসআই শফিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল ছুটে এসে গরু ব্যবসায়ীদের উদ্ধার করে। এদিকে এলাকায় একের পর এক ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

অনলাইন আপডেট

আর্কাইভ