শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সাঁথিয়ায় ঘূর্ণিঝড়ে ৪ শতাধিক ঘর লণ্ড ভণ্ড খোলা আকাশের নিচে দুইশতাধিক পরিবার

সোমবার রাতে সাঁথিয়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন উপজেলা প্রশাসন

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা : পাবনার সাঁথিয়ায় সোমবার সন্ধ্যায় প্রচ- বেগে আসা ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি  হয়েছে। দুইশতাধিক পরিবারের ৪ শতাধিক ঘর লণ্ড ভণ্ড। শিশুসহ আহত-১০। বিদ্যুৎ বিছিন্ন তিন ইউনিয়ন। উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নগদ টাকা ও চাল প্রদান  করেছে।

জানাযায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রসুলপুর, মিয়াপুর, দাতালপুর, পাইকপাড়াসহ কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে বাড়িঘর লণ্ড ভণ্ড হয়ে যায়। ঝড়ে এলাকার প্রায় ১০ জন নারী, শিশু আহত হয়েছে। রসুলপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে জলি (৬) গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। বাড়ির ও রাস্তার বড় বড় গাছ ভেঙ্গে বিদ্যুৎ সংযোগসহ ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের পল ভেঙ্গে ও তার ছিড়ে প্রায় তিনটি ইউনিয়নের ৫০টি গ্রাম বিদ্যুত বিহীন রয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতি গ্রস্ত ২ শতাধিক পরিবারের ৫ শতাধিক সদস্য ওই দিন রাত থেকে খোলা আকাশের নিচে রয়েছে। তাদের মাথা  গোঁজার ঠাঁই নেই। রাত থেকেই রান্না বন্ধ থাকায় এ পর্যন্ত তারা অনাহারে রয়েছে। সোনাই মোলালা, আব্দুর রহমান, শামসুর রহমান, খলিলুর রহমান, আ: রশিদসহ অনেকে জানান,তাদের বাড়িঘরের কোন চিহ্ন নেই। মুহুর্তের ঝড়ে সব শেষ হয়ে গেছে।

মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান, নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মুনছুর আলম পিনচু, গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন।  নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্তদের প্রতি পরিবারের জন্য তাৎক্ষণিক ১ হাজার নগদ টাকা, ৩০ কেজি চাল ও দুটি করে কম্বল দেয়া হচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ