মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

প্রতিপক্ষের হাতুড়ি পেটায় পিতা-পুত্র আহত

ঝালকাঠি সংবাদদাতা: মাদক সেবনে সহযোগিতা না করায় ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে পিতা-পুত্রকে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। শনিবার বিকেল সাড়ে ৩ টার এঘটনায় গুরুতর আহত মাছ ব্যবসায়ী সালেক সিকদার (৬৫) ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর আহত ব্যবসায়ীর পুত্র সজিব সিকদার প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সজিব সিকদার জানান, এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত যুবক রনি সিকদার কয়েকদিন পূর্বে মধ্য রাতে আমাদের ঘরে গিয়ে মাদকসেবনের জন্য ম্যাচলাইট (দিয়াশলাই) চাইলে আমরা দিতে অস্বীকার করি। ওই সময় সে আমাদের দেখে নেয়ার হুমকি দেয়। শনিবার বিকেলে নুরুল্লাপুর গ্রামের বাজারে দাড়ানো অবস্থায় রনি ও তার ছোট ভাই আব্দুল্লাহ সিকদার আমার উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে আহত করে। এসময় আমার পিতা মাছ ব্যবসায়ী সালেক সিকদার দৌড়ে এসে আমাকে রক্ষার চেষ্টা করলে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের প্রতিরোধ করে আমাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। রোববার সকালে বাবা (সালেক সিকদার) এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন চিকিৎসক। রনি সিকদারের নামে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় সজীব সিকদার। সদর থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন জানান, আমি অভিযোগ পেয়েছি। আহত সালেক সিকদারকে হাসতালে গিয়ে দেখেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ