বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

বেআইনী সশস্ত্র মিছিল করায় বিজেপি সভাপতির বিরুদ্ধে মামলা

৭ এপ্রিল, টাইমস অব ইন্ডিয়া : রামনবমীর দিন বেআইনিভাবে অস্ত্র নিয়ে মিছিল করায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে অবশেষে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। খড়গপুর টাউন থানায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে।  অভিযোগের ভিত্তিতে একই সঙ্গে মামলা হয়েছে এন্টালি, পোস্তা ও ভাবানীপুর থানায়। যদিও রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এই মামলাকে গুরুত্ব দিতে নারাজ। তার বক্তব্য, আইনি কি শুধু দিলীপ ঘোষের জন্য? রামনবমীর দিন সশস্ত্র¿ শোভাযাত্রা খড়গপুরের পুরপ্রধানও শামিল হয়েছিলেন। তাহলে তাকেও কেন গ্রেপ্তার করা হবে না?
রামনবমীর দিন কলকাতাসহ বিভিন্ন জেলায় বিজেপি যেভাবে সশস্ত্র¿ মিছিল করে, তা এ রাজ্যে নজিরবিহীন। গেরুয়া পতাকার সঙ্গে অস্ত্র হাতে শোভাযাত্রা দেখে, লোকজন তাজ্জব হয়ে যায়। পুলিশের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সশস্ত্র¿ মিছিলে উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই জামিন অযোগ্য ধারায় বৃহস্পতিবার দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সুপ্রতীম সরকার জানিয়েছেন, আইন আইনের পথে চলবে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।  তিনি জানান, অস্ত্র আইনে দোষী সাব্যস্ত হলে সর্বনিম্ন তিন বছর ও সর্বোচ্চ ১০ বছর জেল হতে পারে। এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা জানিয়েছেন, রামনবমীর দিন বেআইনিভাবে অস্ত্র নিয়ে শোভাযাত্রা করা হয়েছে। পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি। যে কারণে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। তিনি জানান, গোটা ঘটনার দিকে নজর রাখা হচ্ছে। বাংলাকে পাখির চোখ করে এই প্রথমবার এ রাজ্যে ধূমধাম করে রামনবমী পালন করার উদ্যোগ নিয়েছিল বিজেপি ও সংঘ পরিবার।

অনলাইন আপডেট

আর্কাইভ