শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

২০১৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়সংবর্ধনা

বিদায়ী ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন প্রধান অতিথি কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরীসহ অতিথিবৃন্দ -সংগ্রাম

সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন কমার্স কলেজের উদ্যোগে ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ১ম বর্ষের ছাত্র মোঃ আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক কাজী খুরশীদ জাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি এবং ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব নাজমুল হক ডিউক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং ৩৩ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব হাসান মুরাদ বিপ্লব।
বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মিসেস জেবুর নেছা। ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন তন্ময় বড়ুয়া, অন্তর পাল, অর্পণা দাশ ও মোঃ রাকিবুল হাসান। প্রধান অতিথি জনাব নাজমুল হক ডিউক বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজ বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে অনুসরন করছে। অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ করে পড়া-শোনা করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিশেষ অতিথি জনাব হাসান মুরাদ বিপ্লব বলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের জন্য ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসতে হবে। তিনি মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের গ্রিণ ও ক্লিন সিটির স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন

অনলাইন আপডেট

আর্কাইভ