শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ডুরান্ড লাইনের ১০০ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেবে পাকিস্তান

৮ এপ্রিল, পার্সটুডে : পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ডুরান্ড লাইনের ১০০ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত নতুন তৎপরতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়ে এ তথ্য দিয়েছেন পাকিস্তানের নিরাপত্তাবিষয়ক শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। তিনি আরো জানান, চলতি বছরে এ পর্যন্ত আফগান সীমান্তের ৩৬টি স্থান থেকে পাকিস্তানের ভেতরে হামলা চালানো হয়েছে। গত বছরের একই সময়ে ৮৫টি স্থান থেকে এ রকম হামলা চালানো হয়েছিল।
পাক-আফগান সীমান্ত পথে সন্ত্রাসীদের অবাধ চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে বলেও জানান তিনি। এ সমস্যা সমাধানের অংশ হিসেবে প্রথম পর্যায়ে ডুরান্ড লাইনের ১০০ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন,গোটা ডুরান্ড লাইট জুড়ে কাঁটাতারের বেড়া একবারে সম্ভব নয়।
এ ছাড়া, চলতি বছরে পাক-আফগানিস্তানের ৬৭টি সীমান্ত চৌকি তৈরি করবে পাকিস্তান। পাক-আফগান সীমান্ত জুড়ে ৪৭৩টি সীমান্ত চৌকি স্থাপনের অংশ হিসেবে এগুলো নির্মাণ করা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ