বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

খুলনায় আকিজ স্পিড ক্যারাম চ্যালেঞ্জ দখলে নিল ছাত্রলীগ-যুবলীগ

খুলনা অফিস : খুলনায় স্পিড ক্যারাম চ্যালেঞ্জ প্রতিযোগিতার দখল নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগ ও যুবলীগের একটি গ্রুপ এ প্রতিযোগিতা দখল নেয়। শুক্রবার নগরীর খানজাহান আলী র. (রূপসা) সেতু প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের ৪০টি ক্লাবের মোট ৮০টি দল এ ক্যারাম প্রতিযোগিতায় অংশ নেয়। সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, খুলনা বিভাগের অংশগ্রহণকারী ৮০টি দলকে সকাল ৮টায় আসতে বলে আয়োজকরা। কিন্তু নানা অব্যবস্থাপনা আর অনিয়মের মধ্য দিয়ে বেলা ১১ টায় টুর্নামেন্টের খেলা শুরু হয়। এর কিছুক্ষণ পর সুজন নামে এক যুবক নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে আয়োজকদের কাছে দুইশ’ গেঞ্জি (জার্সি) দাবি করে। অন্যথায় টুর্নামেন্ট বন্ধের হুমকি দেয়। আলাপ আলোচনার একপর্যায়ে সেখানে আরিফ নামের আরেক যুবলীগ নেতা আসে। এরপর অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য আনা সকল গেঞ্জি তারা নিয়ে যায়। এ ঘটনায় আতংকিত হয়ে পড়ে অংশগ্রহণকারী খেলোয়াড়রা। এর কিছুক্ষণ পর ভেন্যুস্থলে  আকিজ ফুড এন্ড বেভারেজের সেলস বুথ দখলে নেয় এবং সেলস বুথে বিক্রির জন্য আনা সকল পানীয় লুটপাট করে নিয়ে যায়। তখন সেখানে জুয়েল নামের এক ব্যক্তি হাজির হন। যিনি নিজেকে এক নেতার বডিগার্ড হিসাবে পরিচয় দেন। দুপুরে আয়োজকদের হটিয়ে খেলা পরিচালনার দায়িত্ব নেন যুবলীগ নেতা আরিফ। তিনি ইভেন্ট পরিচালনাকারীদের হ্যান্ড মাইক নিয়ে নিজেই খেলা পরিচালনা শুরু করেন। এ সময় আয়োজকদের অসহায়ের মতো দূরে দাড়িয়ে থাকতে দেখা যায়। আয়োজকরা ভয়ে দুপুরের খাবার পরিবেশন না করে সেগুলি লুকিয়ে রাখে। একপর্যায়ে দুপুর ৪টার দিকে খাবার পরিবেশন শুরু হয়। সে সময় ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা জয় এবং আরিফিনকে হটিয়ে খাবার বিতরণের দায়িত্ব নেয় যুবলীগ নেতা আরিফ। অসহায় জয় তাকে বার বার অনুরোধ করলেও কোনো কাজে আসেনি। এমন এলোমেলো অবস্থা দেখে দূর-দূরান্ত থেকে আসা খেলোয়াড়রা ভেন্যু ত্যাগ করে চলে যায়। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা অসহায় জয় এবং আরিফিন বলেন, এমনটা হবে আমরা ভাবতেও পারিনি। আগে বুঝলে খুলনায় টুর্ণামেন্ট আয়োজন করতাম না। খেলোয়াড়দের আমরা জার্সি দিতে পারিনি, খাবার দিতে পারিনি; এগুলো আমাদের জন্য অত্যন্ত কষ্টের। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন আকিজ ফুড এন্ড বেভারেজের ব্রান্ড মার্কেটিং এজিএম মোহাম্মদ মাইদুল ইসলাম। সম্মেলনে তিনি বলেন, আকিজ ফুড এন্ড বেভারেজ’র উদ্যোগে স্পিড ক্যারাম প্রতিযোগিতা চট্টগ্রাম বিভাগের পরেই খুলনায় অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য ২০হাজার ও রানারআপ দলের জন্য ১০হাজার টাকা এবং আকর্ষণীয় ট্রফি পুরস্কার থাকছে। প্রতিযোগিতা শেষে একই স্থানে থাকবে উন্মুক্ত কনসার্ট। এ প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে খুলনা বিভাগে মাসব্যাপী মাঠ পর্যায়ে ও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ৪০টি ক্লাব থেকে ৮০টি দল বাছাই করা হয়েছে।
কুস্তিগিরদের শ্রেষ্ঠত্বের লড়াই
খুলনায় কুস্তিগিরদের শ্রেষ্ঠত্বের লড়াই হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এ প্রতিযোগিতার উদ্বোধন হওয়ার কথা থাকলেও তা গিয়ে গড়ায় রাত ৯টায়। এর মধ্যে ৩২ কুস্তিগির শ্রেষ্ঠত্বের লড়াই নামার আগে নিজেদের তৈরি করে নিলেন। মঞ্চের চারপাশের দর্শনার্থীর চোখেমুখে ক্লান্তি ভর করলেও কুস্তি দেখার আশায় বিরক্ত হননি তারা। তবে বড় নিরুপায় ছিলেন সংবাদকর্মীরা। খুলনা মহানগরীর রায়েরমহল সোনালী ক্রীড়া চক্র (রায়েরমহল ক্লাব) উদ্যোগে রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০ বছরের ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের মহানগর সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি। আয়োজক কমিটির তরিকুল ইসলাম বাপী জানান, খুলনা, যশোর নওয়াপাড়া, বাঘারপাড়া, সাতক্ষীরা, নড়াইলের ৩২ কুস্তিগির এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অতিথিরা আসতে দেরি করায় অনুষ্ঠান শুরু হতে ৯টা বেজে যায়।

অনলাইন আপডেট

আর্কাইভ