শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চট্টগ্রামে ২৭ হাজার কেজি জাটকা ইলিশ উদ্ধার

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন অভয়চিত্ত ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি মাছ ধরার জাহাজসহ ২৭ টন জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব ৭ সুএ জানায়, র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কিছু অসাধু ব্যবসায়ী ‘এফভি সী-হার্ট’ এবং ‘এফভি উষা’ ফিশিং ভেসেলের মাধ্যমে গভীর সমুদ্র হতে জাটকা ইলিশ ধরে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন অমরচিত্ত ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ৫ এপ্রিল ১০.৩০ টা হতে রাত পর্যন্ত সিনিয়র এএসপি মিমতানুর রহমান (নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মুরাদ এবং মৎস্য জরিপ কর্মকর্তা এ্যানি কর্মকার এর সহায়তায়) এর নেতৃত্বে র‌্যাবের একটি দল সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সনের ৫ এর (ক) ধারা মোতাবেক ‘এফভি সী-হার্ট’ (সী-হার্ট ফিশিং কোম্পানী, প্রযত্নে আব্দুল কাদের, মাহা বিল্ডিং, কোতোয়ালী, চট্টগ্রাম) ফিশিং ভেসেল হতে ২০ টন জাটকা ইলিশ, ৩৫০ মিটার মাছ ধরার জালসহ উক্ত ফিশিং ভেসেলটি জব্দ করা হয় এবং ‘এফভি উষা’ (মালিকঃ মোরশেদ মুরাদ ইব্রাহীম (৫০), পিতা-মৃত সেকেন্দার আলী, ক্রিস্টাল গ্রুপ, ২৬১ মাঝিরঘাট রোড, সদরঘাট, চট্টগ্রাম) ফিশিং ভেসেল হতে ৭ টন জাটকা ইলিশসহ সর্বমোট ২৭ টন (২৭,০০০ হাজার কেজি) জাটকা ইলিশ উদ্ধার করা হয়।
জব্দকৃত ফিশিং ভেসেল, মাছ ধরার জাল এবং উদ্ধারকৃত জাটকা ইলিশের আনুমানিক মূল্য ২৬ কোটি ৫০ লক্ষ টাকা। উল্লেখ্য যে, উদ্ধারকৃত জাটকা ইলিশ জেলা প্রশাসনের তত্তাবধানে বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত ফিশিং ভেসেলটি বাজেয়াপ্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ