বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ ২৭ এপ্রিল

স্পোর্টস রিপার্টার : এক বছর বিরতির পর আবার মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ। প্রতি বছরই জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা থাকলেও গত মৌসুমে এই প্রতিযোগিতার আয়োজন করতে পারেনি হকি ফেডারেশন। দেশের হকির সবচেয়ে বড় এই প্রতিযোগিতাটি আগামী ২৭ এপ্রিল থেকে শুরুর দিনক্ষণ ঠিক করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আয়োজকরা প্রত্যাশা করছে ৩২ থেকে ৪০টি দল এ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। জেলা, সার্ভিসেস সংস্থা, শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) অংশ নেয় জাতীয় চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশ হকি ফেডারেশন এর আগে সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় চ্যাম্পিয়নশিপ আরো পরে আয়োজনের। কারণ, ৩০ জন খেলোয়াড়কে জার্মানি পাঠানোর পরিকল্পনা ছিল সেখানে বিভিন্ন ক্লাবের হয়ে লিগ খেলার জন্য। ওই খেলোয়াড়দের অধিকাংশই বাংলাদেশ নৌবাহিনীর। তা হলে নৌবাহিনীর পক্ষে কঠিন হতো জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া। যে কারণে সে পরিকল্পনা থেকে সরে এসে ফেডারেশন এখন এপ্রিলের শেষ সপ্তাহে জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। দেশের হকির বৃহত্তর স্বার্থের কথা বিবেচনায় এনেই মত পাল্টিয়েছে ফেডারেশন। জাতীয় চ্যাম্পিয়নশিপের ফরম্যাট কি হবে তা অনেকটা নির্ভর করছে দলের সংখ্যার উপর। যদি শেষ পর্যন্ত দলের জাতীয় চ্যাম্পিয়নশিপ হয় তাহলে দলগুলো ৮ গ্রুপে ভাগ করে লিগ ভিত্তিক খেলা হবে। ২০১৫ সালে অনুষ্ঠিত সর্বশেষ আসর হয়েছিল নকআউট পদ্ধতিতে। অনেক দল একটি ম্যাচ খেলে বিদায় নেয়ায় টুর্নামেন্টের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই এবার গ্রুপ করে লিগ ভিত্তিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের।

অনলাইন আপডেট

আর্কাইভ