শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে “আল-কুরআনে ইবরাহীম (আ.)” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ব অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. কামরুজজামানের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন আল-হাদিস বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নাসির উদ্দীন। 

প্রধান অতিথি হিসেবে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আবুল বারাকাত মো. ফারুক। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন প্রফেসর ড. আ.খ.ম. ওয়ালী উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও তত্ত্ববধায়ক ছিলেন প্রফেসর ড. আ.হ.ম. নুরুল ইসলাম। এছাড়া প্রফেসর ড. শফিকুল ইসলাম, প্রফেসর ড. আবদুস সালাম, প্রফেসর ড. সেকেন্দার আলী, প্রফেসর ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দীকিসহ অর্ধ-শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  সেমিনারে আল-কুরআন ও বাইবেলের আলোকে ইবরাহীম (আ.), মুসা ও ঈসা (আ.) সম্পর্কে একটি তুলনামূলক পর্যালোচনা উপস্থাপন করেন বক্তারা।  আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ.হ.ম. নুরুল ইসলাম এর তত্ত্ববধায়নে গবেষক ছিলেন মুহাম্মদ আব্দুস সালাম।

অনলাইন আপডেট

আর্কাইভ