বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

শ্রীনগর কোলাপাড়া খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ

শ্রীনগরের কোলাপাড়া খাল ভরাট করে স্থাপনা নির্মাণের জন্য প্রস্তুত করা হচ্ছে

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদাতা: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া বাজার সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগায় স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু হাজী অদুদ, হাজী মাবুদ ও হাজী হারুন-অর-রশিদ এর বিরুদ্ধে অবৈধভাবে খাল দখল করে বালু ভরাট করে স্থাপনা নির্মাণের পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে। এতে ওই খাল দিয়ে বিস্তীর্ণ ফসলি জমির পানি বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সরজমিনে দেখা গেছে, কবুতর খোলা, হাতার পাড়া, রাঢ়ীখালসহ আশপাশের নিচু ভূমির পানি কোলাপাড়া বাজারের বৃহত্তম এ খাল দিয়ে নেমে যায়। বর্ষা মৌসুমে কালভার্টগুলোর নিচদিয়ে নৌকা ও ট্রলারে পণ্যদ্রব্য পরিবহনসহ বিশাল নিচু ভূমির পানি নিষ্কাশনে খালটি অত্যন্ত গুরুত্বের সাথে এতদিন ব্যবহৃত হয়ে আসছিল। এছারা নদী-নালা থেকে এ খালের পানির সাথে পুকুর ও ডাঙ্গায় প্রবেশ করে বিভিন্ন প্রজাতির মাছ। কৃষি কাজের এখালের পানি অত্যন্ত প্রয়োজনীয়। বর্ষা মৌসুমে যেমন ভাসিয়ে নেয় বিস্তীর্ণ এলাকা তেমনি শুকনো মৌসুমেও সেচের ব্যবস্থা হয় এ খালের পানি থেকে। স্থানীয়দের সাথে কথা বলে জানা-যায়, প্রায় ৯ শত একর জমিতে জলাব্ধতার সৃস্টি হয়েছে। জলাবব্ধতায় অনেক স্থানে পানির গভীরতা প্রায় ৩ থেকে ৬ ফুট পর্যন্ত রয়েছে। অথচ বিগত কয়েত মাস ধরে কোলাপাড়া বাজার জামানিয়া মাদানিয়া মাদ্রাসার দক্ষিণ পাশের্^ প্রভাবশালী হাজী মাবুদ তার নিজ বাড়িতে বালু ভারাটের নাম করে অত্যন্ত কৌশলে কালভার্টের গা ঘেঁষে অবৈধভাবে ১০/১২ ফুট প্রস্থের খালটি ভরাট করে দখল নিতে চলেছে। ফলে কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ