শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বিসিসিআইকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার নির্দেশ সুপ্রিম কোর্টের

 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দ্রত দল ঘোষণার জন্য নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট নিযুক্ত ক্রিকেট প্রশাসক (সিওএ)। গত ২৫ এপ্রিল দল ঘোষণার শেষ তারিখ থাকলে বিসিসিআই এখনও দল ঘোষণা করেনি।গতকাল  বিকেলে সুপ্রিম কোর্ট নিযুক্ত ক্রিকেট প্রশাসক (সিএও) বিসিসিআইকে এক চিঠিতে জানিয়েছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০১৭তে টিম ইন্ডিয়া যেন শিরোপা ধরে রাখতে পারে সেজন্য প্রয়োজনীয় প্রস্তুুতি নেয়াটাই যথাযথ হবে’।চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘আপনারা জানেন যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করার সর্বশেষ তারিখ ছিল ২৫ এপ্রিল, ২০১৭। কিন্তু এখনও দল ঘোষণা করা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে  অংশগ্রহণ না করলে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির সকল টুর্নামেন্টে ভারত স্বাগতিক হওয়া ও অংশ নেয়া থেকে বাদ পড়তে পারে। আগামী ১ জুন ইংল্যান্ডে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ