মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

গম্ভীরকে জাতীয় দলে চান শাস্ত্রী

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীরকে আবারো জাতীয় দলে দেখতে চান দেশটির সাবেক দলপতি রবি শাস্ত্রী। আইপিএলে ব্যাট হাতে গম্ভীরের দুর্দান্ত ফর্মের প্রশংসা করে এমন উক্তি করেন শাস্ত্রী। তিনি বলেন, ‘এবারের আইপিএল এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক ওপেনার গম্ভীর। একের পর এক মসৃণ ইনিংস খেলে যাচ্ছে সে। ব্যাট হাতে সেরা ফর্মটাই দেখাচ্ছে সে। তার এই ফর্ম জাতীয় দলে দারন কাজে দেবে। তাই জাতীয় দলে গম্ভীরকে ফিরিয়ে আনা উচিত।’এবারের আইপিএলে এ পর্যন্ত ১১ ইনিংস ব্যাট করেছেন গম্ভীর। ৪টি হাফ-সেঞ্চুরিতে ৫১ দশমিক ৩৭ গড়ে ৪১১ রান তার ঝুলিতে রয়েছে। আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি। নিখুত সব শটে উইকেটের চারপাশ থেকেই রান আদায় করে নিচ্ছেন তিনি। তাই গম্ভীবের ব্যাটিং-এর প্রশংসা করে শাস্ত্রী বলেন, ‘ব্যাটসম্যান হিসেবে গম্ভীর এখন অপ্রতিরোধ্য। বাসস।

অনলাইন আপডেট

আর্কাইভ