বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

আয়ারল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার : আয়ারল্যান্ড পৌছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের ক্যাম্প শেষে গতকাল বাংলাদেশ সময় বিকালে আয়ারল্যান্ডের বেলফাস্টে পৌঁছে টাইগাররা। বাংলাদেশ থেকে দলের সাথে সরাসরি যোগ দিচ্ছেন অধিনায়ক মাশরাফি।  অসুস্থ স্ত্রীর পাশে থাকতে গত রোববার ইংল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন মাশরাফি বিন মুর্তজা।  শনিবার রাতে লন্ডনের উদ্দেশে রওনা হন বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে আইপিএলের কারণে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান দলের সাথে যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়েন। ইংল্যান্ডে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষ করেছে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার ত্রিদেশীয় সিরিজের চ্যালেঞ্জ।  আয়ারল্যান্ডে ১০ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।  এর পর ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। ১২ মে থেকে শুরুু হবে ত্রিদেশীয় সিরিজ। অংশগ্রহণকারী তিন দেশই একে অপরের সঙ্গে খেলবে দুটি করে ম্যাচ। ফলে এখানে বাংলাদেশের ম্যাচ থাকবে মোট চারটি। দুটি নিউজিল্যান্ডের বিপক্ষে, দুটি আয়ারল্যান্ডের বিপক্ষে।  আয়ারল্যান্ডের মাটিতে সব ম্যাচই শুরুু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টা থেকে। ১২ মে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাশরাফির দলের প্রতিপক্ষ স্বাগতিক দল আয়ারল্যান্ড। এরপর ১৭ মে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।  ১৯ মে আয়ারল্যান্ড ও ২৪ মে নিউজিল্যান্ডের সঙ্গে বাকি দুই ম্যাচ খেলে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ইংল্যান্ডে ফিরবেন মাশরাফি-সাকিবরা। চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। ১ জুন ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে খেলতে হবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।  ৫ জুন অস্ট্রেলিয়া ও ৯ জুন নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই।  চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার আগে নিজেদের ঝালিয়ে  নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।  আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।  বিশ্বকাপের পরেই আইসিসির সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা চ্যাম্পিয়নস ট্রফিতে  খেলার সুযোগ বাংলাদেশের খুব একটা হয়নি।  এবার আইসিসি র‌্যাংকিংয়ের সাত নম্বরে থাকায় বাংলাদেশও অংশ নিতে পেরেছে এলিট এই প্রতিযোগিতায়।  সেখানে বাংলাদেশ  কেমন করতে পারে, তার একটা আন্দাজ হয়তো পাওয়া যেতে পারে এই ত্রিদেশীয় সিরিজ থেকে। 

অনলাইন আপডেট

আর্কাইভ