ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল তুরস্ক

অনলাইন ডেস্ক: নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এ পরীক্ষাকে সফল বলে উল্লেখ করেছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক। 

কৃষ্ণ উপসাগরের কাছে সিনোপ উপকূলীয় এলাকায় এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটির সামরিক বাহিনী।

ফিকরি জানান, বোরা বা ঝড় নামের এ ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ২৮০ কিলোমিটার এবং ৪৫০ কেজি ওজন বহন করতে পারে। 

তিনি দাবি করেন, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে। ফিকরি বলেন, তুরস্ক এখন নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে এবং বোরা ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে আঙ্কারা আরো ভালো কিছু তৈরির বিষয়ে আত্মবিশ্বাস অর্জন করেছে।

তুরস্কের উল্লেখযোগ্য অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রোকেস্তান এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক নানা ধরনের অস্ত্র তৈরির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। 

ন্যাটো দেশগুলো তুরস্কের কাছে সামরিক প্রযুক্তি হস্তান্তরে অস্বীকৃতি জানানোর পর তুর্কি সরকার এই পদক্ষেপ নিয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ