শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ড. মোহাম্মদ ওবায়দুল্লাহর মিসরে আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান

সম্প্রতি আইন শামস ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত তিনদিনব্যাপী (০২-০৪ মে ২০১৭) “Pluralism and Peaceful Coexistence” শিরোনামের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত বক্তা হিসেবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ যোগদান করেন। উক্ত কনফারেন্সে তিনি “Islamic Paradigm of Peaceful Religious Coexistence: An Understanding” শিরোণামে প্রবন্ধ উপস্থাপন করেন। ইসলামের দৃষ্টিতে কীভাবে বহুজাতিক ও বহুধর্মীয় সমাজে শান্তিপূর্ণ সহঅবস্থান নিশ্চিত করা সম্ভব এবং সেক্ষেত্রে তার উদ্দেশ্য, মূলভিত্তি ও পদ্ধতি কী হবে তা ছিল প্রবন্ধের মূল বিষয়বস্তু। উক্ত কনফারেন্সের ৭ অধিবেশনে তিনি মডারেটর এবং প্রধান পর্যালোকের দায়িত্বও পালন করেন। ড. ওবায়দুল্লাহ ইতিপূর্বে নাইজেরিয়া (আফ্রিকা), মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ইন্ডিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান ও ১৭টি প্রবন্ধ উপস্থাপন করেছেন। তার একটি অনুবাদগ্রন্থ ইতিমধ্যেই পাঠক সমাজে সাড়া জাগিয়েছে এবং দুইটি মৌলিক গ্রন্থ সম্প্রতি প্রকাশিত হয়েছে। তাঁর লেখা ২৫টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক রিসার্স জার্নালে প্রকাশিত হয়েছে। ড. ওবায়দুল্লাহ’র গবেষণার মূল বিষয়বস্তু ধর্মের সামাজিক দৃষ্টিভঙ্গি যা আধুনিক বিশ্বে সুখী ও শান্তিপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম হবে। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ