শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

কারা কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় অনশন ভাঙলেন ফিলিস্তিনী বন্দীরা

২৭ মে, ইন্টারনেট : ৪০ দিন পর বন্দিদের শর্ত মানতে রাজি হয় কারা কর্তৃপক্ষ অবশেষে অনশন ভাঙলেন ইসরায়েলি কারাগারে আন্দোলনরত এক হাজারেরও বেশি ফিলিস্তিনি। প্রতি মাসে বন্দীদের সঙ্গে তাদের পরিবারকে দুইবার সাক্ষাৎ করার সুযোগ দিতে দুই পক্ষের  সমঝোতা হওয়ার পর অনশন কর্মসূচির সমাপ্তি টানেন তারা। আগে বন্দীদের সঙ্গে তাদের পরিবার কেবল একবারই দেখা করতে পারতো।
ইসরায়েলে কারাগারে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি রাজনৈতিক বন্দী গত ১৭ এপ্রিল থেকে গণঅনশন শুরু করেন। এই অনশনে নেতৃত্ব দেন ফাতাহ নেতা মারওয়ান বারগুতি। কারাগারে মৌলিক অধিকার আদায় ও মানবেতর পরিস্থিতি উন্নয়নের দাবিতে তারা এই কর্মসূচি দেন। ইসরায়েলের কারা কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, ১,১৮৭ জন বন্দী এই অনশন কর্মসূচি পালন করেছেন। বন্দীদের দাবি ছিল, আত্মীয়দের সঙ্গে কথা বলার জন্য টেলিফোনের ব্যবস্থা করতে হবে। মাসে অন্তত দুইবার আত্মীয়রা দেখা করতে আসতে পারবে, দেখা করার সময় বৃদ্ধি পাবে এবং আত্মীয়দের সঙ্গে ছবি তুলতে পারবে। ৪০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার পর অবশেষে সমঝোতা হয় এবং শুক্রবার রাতে তারা অনশন ভাঙতে রাজি হন।
ফিলিস্তিনি পরিসংখ্যান অধিদফতরের মতে, ১৯৬৭ সালের পর থেকে ইসরায়েলের কারাগারে চিকিৎসার অভাবে এখন পর্যন্ত অর্ধশতাধিক ফিলিস্তিনি মারা গেছেন। অনেক বন্দী স্বাস্থ্যজনিত সমস্যায় ভোগেন। এছাড়া কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় বন্দীদের সঙ্গে বাজে আচরণ করা হয় বলে অভিযোগ রয়েছে। বস্তা নামে একটি কালো গাড়িতে তাদের আদালতে নিয়ে যাওয়া হয়। বন্দীরা দাবি করেছেন, ওই গাড়িতে অন্ধকারে তাদেরকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ