বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ভারতের ঝাড়খণ্ডে রেললাইন উড়িয়ে দিলো মাওবাদীরা বিপর্যস্ত ট্রেন চলাচল

২৯ মে, এনডিটিভি : ভারতের ঝাড়খণ্ডে ফের মাওবাদী হামলা। এবার মাওবাদীদের দাপটে বিপর্যস্ত রেল পরিষেবা। দেশটির ঝাড়খণ্ডের ধানবাদ শাখার করমাবাদ হল্ট স্টেশনের কাছে রেললাইন উড়িয়ে দেয় মাওবাদীরা। তারপরই জমুইয়ে লক্ষ্মীপুরের কাছে আনন্দপুর গ্রামে মোবাইল টাওয়ার উড়িয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, ডুমরি-গিরিডি রোডে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুনও ধরিয়ে দেয় তারা। সবমিলিয়ে তীব্র আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে রাজ্য জুড়ে। ব্যাহত হয়ে পড়েছে হাওড়া-দিল্লি মেন লাইনের ট্রেন চলাচল।
গত রোববার ভারতীয় সময় রাত সাড়ে ১২টা নাগাদ করমাবাদ হল্ট স্টেশনের কাছে ডাউন লাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। দেশটির শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেস ওই রুট দিয়ে বেরিয়ে যাওয়ার পরই ঘটে বিস্ফোরণ। রাঁচি-পটনা রুটেও বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। দিল্লি-হাওড়া ডাউন লাইনে সোমবার সকালেও দাঁড়িয়ে একাধিক ট্রেন।

অনলাইন আপডেট

আর্কাইভ