শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পত্রিকায় সংবাদ প্রকাশের তিনদিনের মধ্যেই সাপাহারে রাস্তা পুনঃনির্মাণ

সাপাহার (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর সাপাহারে উদ্বোধনের আগেই রাস্তায় ফাটল শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যেই রাস্তাটি পুনঃসংস্কার করলেন ওই রাস্তা নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান। 

উপজেলার সীমান্তবর্তী কলমুডাঙ্গা ও পার্শ্ববর্তী প্রায় ৫০টি গ্রামের  জনগণের উন্নয়নের জন্য প্রায় ১৪কোটি টাকা ব্যায়ে ঐতিহ্যবাহী জবই বিলের উপর ৫ কিঃ মিঃ রাস্তা ও ৯৯মিটার একটি ব্রিজের নির্মাণ কাজ অতি সম্প্রতি সমাপ্ত হয়। রাস্তা ও ব্রীজটি উদ্বোধনের পূর্বেই যাতায়াতের জন্য উন্মুক্ত করা হলে ওই অংশে বাধাই না থাকা এবং রাস্তায় নতুন মাটি ভরাটের কারণেই সেখানকার মাটি দেবে গিয়ে রাস্তায় কার্পেটিংএ ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছিল। এ বিষয়ে গত ২৭ মে চিত্র সহ ওই রাস্তা ও ব্রিজের একটি সংবাদ পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে এবং জরুরিভিত্তিতে তিন দিনের মধ্যেই ওই কার্পেটিং ও ফাটল ও গর্তের অংশ টুকু ডবল বিটুমিন, ডবল পাথর দিয়ে মজবুত করে পুনঃনির্মাণ করে দেন। বর্তমানে ওই রাস্তায় এখন সকল প্রকার যানবাহন ভালভাবে চলাচল করছে। এছাড়া বিলের উপর নির্মিত রাস্তায় বিলের মাঝ খানে ব্রিজের দু’দিকেই উভয় পার্শ্বে প্রায় দেড়শ মিটার করে মোট ৬শ’ মিটার এলাকা ব্লক দিয়ে বাধাই ছাড়া সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে যা চলতি বর্ষা মৌসুমেই পানির তোড়ে বিলগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে এলাকাবাসী মনে করছেন। এ বিষয়ে ঠিকাদার সাদেকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, বিলের উপর সমস্ত রাস্তায় উভয় পার্শ্বে সিসি ব্লক বসিয়ে সম্পূর্ণ রাস্তাটি বাধাই করা হলেও শুধু ওই অংশের জন্য কোন বরাদ্দ না থাকায় এই অংশটুকু বাধাই করা সম্ভব হয়নি এবং নতুন মাটি ভরাটের কারণেই রাস্তায় কার্পেটিংএ ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছিল। তবে এই অংশটুকু বাধাই করা না হলে বর্ষার মধ্যে দু’পাশ্বের মাটি সড়ে গিয়ে হয়তো আবারও রাস্তার ক্ষতি হবে বলে তিনি মন্তব্য করেছেন। এলাকাবাসী রাস্তাটি অক্ষত রাখার জন্য ব্রিজের সম্মুখের ওই অংশটুকুর জন্য আবারো কিছু বরাদ্দ দিয়ে রাস্তা ও ব্রীজ ক্ষতির হাত থেকে রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ