শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ওকসের চ্যাম্পিয়নস ট্রফি শেষ!

চ্যাম্পিয়নস ট্রফির শুরতেই বড় ধাক্কা খেলো ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে মাত্র এক ওভার বল করেই ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন পেসার ক্রিস ওকস। ওভালে তাকে পর্যবেক্ষণের পরই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে পাঁজরের বাম দিকের পেশিতে চোট পেয়েছেন এই পেসার। যদিও কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনও বলেনি ইসিবি। তবে আপাতত চ্যাম্পিয়নস ট্রফিতে তার থাকা নিয়ে দেখা দিয়েছে সংশয়! মাঠ ছাড়ার পূর্বে মাত্র ২ ওভার বল করেই মাঠ ছাড়েন। অবশ্য এর আগে থেকেই এই চোট নিয়ে ভুগছিলেন ওকস। একই কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক সিরিজের শেষ দুই ওয়ানডেতেও ছিলেন না। গতকালের ম্যাচে শুরুটা ভালো করেছিলেন। কোনও রান না দিয়েই শুর করেছিলেন।তবে তার চোট পাওয়ার পরই টুইটারে টুইট করেছেন সাবেক ইংলিশ পেসার ড্যারেন গফ। তার ভাষ্য মতে, ওকসের সুস্থ হতে কমপক্ষে চার থেকে ৬ সপ্তাহ লাগতে পারে। সেটি হলে তার শুধু চ্যাম্পিয়নস ট্রফিই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও থাকা নিয়ে দেখা দিতে পারে সংশয়! তবে তার ব্যাপারে কিছুই জানায়নি ইসিবি। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ