ঢাকা, বৃহস্পতিবার 18 April 2024, ০৫ বৈশাখ ১৪৩০, ৮ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

দিল্লিতে প্রবল ভূমিকম্প, ভোররাতে ঘর ছাড়লেন মানুষ

অনলাইন ডেস্ক: ভূকম্পন অনুভূত হতেই আতঙ্কে রাজধানী দিল্লিতে ভোররাতে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসে। ছবি : টাইমস অব ইন্ডিয়া

শেষ রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি। স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা ২৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুযায়ী, এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল হরিয়ানার রোহতাকের ভূগর্ভের ২২ কিলোমিটার গভীরে।

হরিয়ানা ও দিল্লি ছাড়াও আশপাশের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের রেশ অনুভূত হয়। 

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পন অনুভূত হতেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানী দিল্লিতে ভোররাতে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসেন।

এর আগে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। ভারতের উত্তরাখন্ড রাজ্যের রুদ্রপ্রয়াগে ছিল ভূকম্পনের উৎপত্তিস্থল। ওই ভূমিকম্পে নয়ডা ও উত্তরাখন্ডে পাঁচজন নিহত হন।-এনটিভি

অনলাইন আপডেট

আর্কাইভ