বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

কলাপাড়ায় বিএনপি নেতাসহ ১১ জনের নামে মামলা

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা: চাঁদাবাজী, হত্যা চেষ্টায় মারধর, বাড়িঘর ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে কলাপাড়া উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও চাকামইয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান ফকিরসহ ১১ জনের বিরুদ্ধে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার এ মামলাটি করেছেন চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামের কৃষক আলম হাওলাদার। বিজ্ঞ আদালত কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় বলা হয়েছে, কচুপাত্রা মৌজার এক একর খাস জমি বন্দোবস্ত পেয়ে ঘর তুলে কৃষক আলম বসবাস করে আসছেন। ওই বাড়ি থেকে উৎখাতের জন্য আসামিরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। যা না পেয়ে ১৯ মে সশস্ত্র সন্ত্রাসীরা আলমের বসতঘর ভেঙ্গে দেয়। বেড়া-খুটি উপড়ে ফেলে দেয়। এ ঘটনার প্রেক্ষিতে কলাপাড়া প্রেস ক্লাবে লিখিত অভিযোগ দেয়ায় ক্ষীপ্ত হয়ে ফের কৃষক আলমকে ২৭ মে  বিকেলে মারধর করা হয়। বর্তমানে এ পরিবারটি চরম নিরাপত্তাহীন রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আলম আরো জানান, বর্তমানে মজিবর ফকিরসহ বাচ্চু তালুকদার, কালাম চৌকিদার তাকে সর্বদা হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে মজিবর ফকির জানান, এলাকার মানুষের করা ঘরবাড়ির মধ্যে ভুয়া কার্ড করে হয়রাণী করে আসছে আলম। যার প্রতিবাদ করায় ষড়যন্ত্র করে এ মামলাটি দায়ের করা হয়েছে। চাঁদাবাজীসহ হত্যাচেষ্টা ও মারধরের ঘটনায় তাকে জড়ানোর ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ