বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
Online Edition

তানোরের আটক আট জঙ্গির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর

রাজশাহী অফিস : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে ডাঙ্গাপাড়া গ্রামে ‘জঙ্গি আস্তানা’ থেকে আটককৃত ১২ জনের মধ্যে নারীসহ আটজন জঙ্গির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে তানোর থানার পিএসআই জাহিদুল ইসলাম বাদি হয়ে এ মামলা দায়ের করেন। গতকাল রাজশাহীর আদালতে এই ৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আটককৃত নারীসহ আট জঙ্গিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সাইফুল ইসলাম ৬ জনকে ১০ দিনের এবং ২ জনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১০ দিনের রিমান্ডে নেয়া ৬ জন হলেন, ইব্রাহীম, ইসরাফিল, রবিউল, রমজান আলী, আয়েশা বেগম ও হারেছা খাতুন এবং ৫ দিনের রিমান্ডে নেয়া ২ জন হলেন মর্জিনা খাতুন ও হাওয়া খাতুন। এদিকে চার শিশুর মধ্যে ইব্রাহীম ও মর্জিনা দম্পতির তিন মেয়ের মধ্যে তামান্না (৮ বছর) ও তাসকিরাকে (৪ বছর) তাদের নানির হেফাজতে রাখা হয়েছে। অপরদিকে দুধের বাচ্চা ইব্রাহীম ও মর্জিনা দম্পতির ছোট মেয়ে তানশিরা (৭ মাস) এবং রবিউল ও হাওয়া দম্পতির তিন মাসের মেয়েকে তাদের মায়েদের সঙ্গে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে ডাঙ্গাপাড়া গ্রামে রোববার রাতে অভিযান চালিয়ে পুলিশ তিন জঙ্গিকে আটক করে। এছাড়াও বাড়ির আরো ৯ সদস্যকে পুলিশ হেফাজতে নেয়াসহ মোট ১২ জনকে আটক করা হয়। সকাল থেকে ওই বাড়ির এক কিলোমিটার এলাকার মধ্যে জনসাধারণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে ১৪৪ ধারা জারি করা হয়। পুলিশের দাবী, আটককৃতরা নব্য জেএমবি’র সদস্য। রোববার গভীর রাতে অভিযানের সময় ওই বাড়ি থেকে দুইটি সুইসাইডাল ভেস্ট, পাঁচ রাউন্ড গুলিসহ একটি ৭.৬২ মডেলের বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বিস্ফোরক উদ্ধার ও নিস্ক্রিয় করার পর এই অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ