শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কলাপাড়ার চার শতাধিক মহিলাদের মধ্যে ঈদের শাড়ি বিতারণ

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা : উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের চারশতাধিক অসহায়, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের মধ্যে ঈদ উপলক্ষে শাড়ি বিতারণ করা হয়েছে। ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুস সালাম সিকদারের ব্যক্তিগত উদ্যেগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন প্রবীণ সমাজসেবিকা মোসা.শামসুন্নাহার। শনিবার সকালে ডালবুগঞ্জ সরকারি বিদ্যালয়  প্রাঙ্গনে শাড়ি বিতরণ করা হয়। বিতারণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবদুস সালাম সিকদার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক এসএম মোশারফ হোসেন মিন্টু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ হাওলাদার, সাংবাদিক  মিলন কর্মকার রাজু, হোসাইন আমিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।   
"আর দুইদিন পর ঈদ। কি আর করমু। ঘরে টাহা পয়সা নাই যে সেমাই কিনমু। পড়নের কাপড়ে দ্যাহেন না কয়ডা তালি। বছরে এই একখানই নুতান শাড়ি পাই। দ্যাহেন তিন মাইল কাদা পাড়াইয়া আইছি এইহানে। শাড়িডা পাইয়া কি যে খুশি লাগছে এ কথা বলেই শত কষ্টের মধ্যেও সুখের হাসি হাসলেন রমজানপুর গ্রামের রাহিমা বেগম"। তার মতো পটুয়াখালীর কলাপাড়ার দুর্গম ডালবুগঞ্জ ইউনিয়নের চারশ অসহায় নারী পেল ঈদের নতুন শাড়ি পেয়ে খুশি। 

অনলাইন আপডেট

আর্কাইভ