বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ইয়েমেনে কলেরায় আক্রান্ত আড়াই লাখ

২ জুলাই, রয়টার্স : ইয়েমেনে কলেরার প্রার্দুভাবে প্রাণহানির সংখ্যা ১,৫০০ ছুঁয়েছে। আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় আড়াই লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই হিসাব জানিয়েছে। এ বছর এপ্রিল থেকে কলেরার মহামারী শুরু হয় দেশটিতে। গত ২৪ জুন এক বিবৃতিতে এ পর্যন্ত দেশটিতে এ রোগে আক্রান্ত হয়ে অন্তত এক হাজার ৩১০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক সপ্তাহের ব্যবধানে আরও ১৯০ জনের প্রাণহানির খবর জানালো তারাইয়েমেনে নিয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র নেভিও জাগারিয়া। ১৫০০ জনের প্রাণহানির খবর জানিয়ে বিশ্বকে ইয়েমেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ইউনিসেফের একজন মুখপাত্রের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান, ৩০ জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজারে পৌঁছেছে। এদের অর্ধেকই শিশু।পানিবাহিত রোগ কলেরা সহজে নিরাময়যোগ্য। তবে যথাযথ চিকিৎসার অভাবে এটা প্রাণঘাতী রূপ ধারণ করে। বিদ্যমান পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সবার জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করা বেশ দুঃসাধ্য হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, আগামী আগস্টের শেষ নাগাদ দেশটিতে কলেরা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াতে পারে। চলতি বছরের জানুয়ারিতে জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনের বিদ্যমান খাদ্য সংকট চলতি বছরই দুর্ভিক্ষে রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতেই মরার ওপর খড়ার ঘা-এর মতো দেশটিতে নেমে এসেছে কলেরার তাণ্ডব।

অনলাইন আপডেট

আর্কাইভ