শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ ২৩ বা ২৪ জুলাই

 

স্টাফ রিপোর্টার : আগামী ২৩ বা ২৪ জুলাই চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে।

আন্তঃবোর্ড সমন্বয় কমিটির ওই তারিখের প্রস্তাব করে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। 

অনুমোদিত তারিখে দেশের সব কয়টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের ২০১৭ সালে পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশ করা হবে। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের আগে ফলাফলে কপি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার রেওয়াজ রয়েছে। রেওয়াজ রক্ষায় ফল প্রকাশে প্রধানমন্ত্রীর দফতরের সম্মতির প্রয়োজন। সম্মতি পাওয়া গেলেই ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়।

লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল দেয়ার বাধ্যবাধকতা রয়েছে বোর্ডগুলোর। সে হিসেবে এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ২ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হয় ১৫ মে। আর ব্যবহারিক পরীক্ষা ২৫ মে শেষ হয়েছে।

বাধ্যবাধকতা অনুসারে আগামী ২৪ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হচ্ছে।

এ বছর দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদরাসা বোর্ডের আলীম ও কারিগরি বোর্ডের এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষায় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

অনলাইন আপডেট

আর্কাইভ