বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সম্পর্কে কৌশল পরিবর্তন করলেই সমাধান আসবে

৪ জুলাই, ইন্ডয়ান এক্সপ্রেস, ফার্স্ট পোস্ট : পাকিস্তানের সঙ্গে কবে সমস্যার সমাধান আসবে-এ প্রশ্নের ঠিকঠাক জবাব হয়তো ভারতের জানা নেই। হয়তো আসবে, হয়তো আসবে না। তবে ভারত যেমন গো ধরে বসে আছে তাতে এ সমস্যা আশা সমাধান আসবে বলে মনে হয় না। বিশেষজ্ঞদের মতে, কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সম্পর্কে কৌশল পরিবর্তন করলে তবেই সমাধান আসবে। নচেৎ কখনই সমাধান আসবে না।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে লাইন অব কন্ট্রোল (এলওসি) পার হয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণ শিবিরে হামলা চালায় ভারত। এরপর থেই দুই দেশের সীমান্তে গোলাগুলি ব্যাপকহারে বেড়ে যায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সীমান্তে গোলাগুলো দিন দিন বাড়ছে। সীমান্তে ২০১২ সালে ৭৯, ২০১৩ সালে ২৩৬, ২০১৪ সালে ২২৬, ২০১৫ সালে ২২৭ এবং ২০১৬ সালে ২২৭ বার গোলাগুলীর ঘটনা ঘটেছে। আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সীমান্তে ১২৪টি গোলাগুলীর ঘটনা ঘটেছে। তবে গোলাগুলির ঘটনা বেড়ে যাওয়ার পেছনে পাকিস্তান যে ভারতে নিরুৎসাহিত করেছে তেমনটা নয়। ইন্ধন যুগিয়েছে বলেই ঘটনা সার্জিক্যাল স্ট্রাইক পর্যন্ত গড়িয়েছে।
২০১১ সালে গুজরাটের তৎকালীণ মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘পাকিস্তান যে ভাষা বোঝে তাদের সে ভাষাতেই উত্তর দেওয়া উচিত। সেটাই তাদের দিতে হবে।’
এবার সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের সার্জিক্যাল স্ট্রাইক সীমান্তে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পাকিস্তান খুব ভালোভাবেই জানে ভারতের সেনাবাহিনীর কি কি করতে পারে। বর্তমানে আমাদের সেনাবাহিনী বীরত্বের সঙ্গে সব ধরনের ঘটনা মোকাবিলা করছে। আমরা আগে শুনেছি ইসরাইল এ ধরনের কাজ করেছে। এখন পুরো জাতি বুঝেছে ভারতীয় সেনাবাহিনী অন্য কোনো দেশের থেকে কম যায় না।’
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ অভিযান প্রসঙ্গে বলেন, কাশ্মীর উপত্যকার নিরাপত্তা আগের থেকে অনেক উন্নত হয়েছে। আগের বছর গুলোর তুলনায় পাকিস্তান থেকে জঙ্গি প্রবেশের হার ৪৫ শতাংশ কমেছে। বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, ‘মোদি যে কথা বলেছেন সে পথেই হাঁটছেন। সীমান্ত পার হয়ে এখানে এসে পরিস্থিতি অশান্ত করার পেছনে দায়ী সন্ত্রাসীদের শাস্তি দিয়েছে মোদি।’
বিশেষজ্ঞদের মতে, এভাবে হামলা পাল্টা হামলা করে আসলে সমস্যার সমাধান হবে না। একবার ভারত হামলা চলালে জবাবে পাকিস্তান হামলা করবে। এভাবে চলতে থাকলে অনন্তকালেও সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে হলে ভারতের উচিত সীমান্ত নিয়ে কৌশলগত নীতি পরিবর্তন করতে হবে। নীতি পরিবর্তণ না করলে সমস্যার সমাধান হবে না। তাইতো প্রতিরক্ষার কৌশল না নিয়ে অন্য কৌশলে এগুতে হবে। আর কৌশল পরিবর্তন না করলে সমস্যার আদেওসমাধান হবে। এটা বছরের পর বছর ধরে চলবে।

অনলাইন আপডেট

আর্কাইভ