শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বকেয়া বেতনের টাকা চাইতে গিয়ে

লালমনিরহাট সংবাদদাতা: আদিতমারীর দোয়েল সঞ্চয় প্রকল্পের কর্মী জবায়েদুল ইসলাম ঘটনার দিন ৩ মাসের বকেয়া বেতন ওই দোয়েল ব্যবসায়ী সমবায় সমিতির ম্যানেজার ফরহাদুজ্জামান খান রাজু এর কাছে চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ লেগে যায়। এ সময় আহত জবায়েদুল ইসলামকে উদ্ধার করতে গিয়ে তার ভায়রা সিরাজুল ইসলামসহ ২ জনেই মারপিটে গুরুত্বর আহত হয়। এলাকাবাসী ও পুলিশ জানায় আদিতমারী উপজেলার টেপা পলাশী এলাকার নুরুল ইসলামের ছেলে জবায়েদুল ইসলাম (৩৫) ওই সংস্থার ম্যানেজারের নিকট ৩ মাসের বকেয়া বেতন চাইতে গেলে বেধরক মারপিট করে উল্টো তার পকেটে থাকা জমির বিক্রির ১ লক্ষ টাকা ও ১টি মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার সময় জবায়েদুল ইসলামের ভায়রা সিরাজুল ইসলাম উদ্ধার করতে গিয়ে ওই সন্ত্রাসীদের হাতে সেও গুরুত্বর আহত হয়েছে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। যার বেড নং বি-১৩/ বি-১৯ রেজিঃ নং ১৪৪০/১২, ১৪৪১/১৩। এ ব্যাপারে আদিতমারী থানায় ওইদিন রাতেই ফরহাদুজ্জামান খান রাজু (৩৫) ও বিপ্লব (২৬) কে আসামী করে ১টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার আদিতমারী থানার এসআই ওয়ালিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য দীর্ঘদিন ধরে ভূয়া সমবায় সমিতির নামে ঋণ কার্যক্রম চালিয়ে আসছিল। এমন তথ্য জানার পরে ওই সমিতির কর্মী জবায়েদুল ইসলাম চাকরি ছেড়ে দিলে তারা ক্ষিপ্ত হয়ে তার ৩মাসের বেতন আটকিয়ে রাখে।
তবে অবৈধ ভাবে এনজিওর নামে এলাকায় ঋণ কার্যক্রমে অতিরিক্ত সুদ বাণিজ্য করার ঘটনায় এলাকাবাসীর মাঝে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ