শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নিহত শ্রমিকদের প্রতি পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়ায় একটি পোশাক কারখানায় গত সোমবার বয়লার বিস্ফোরণে অন্তত: ১০ জন নিহত ও অর্ধশতাধিক শ্রমিক আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের সুচিকিৎসা ও আশু আরোগ্য কামনা করেন। বিবৃতিতে নেতৃদ্বয় নিহত শ্রমিকদের প্রতি পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়ে বলেন, কাদের গাফিলতিতে কারখানাটিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো তা অনুসন্ধান করে বের করেতে হবে। অতীতেও এ ধরণের বয়লার বিস্ফোরণের ঘটনায় ব্যাপক প্রাণহাণির ঘটনা ঘটেছিল যেখান থেকে শিক্ষা নিয়ে কল-কারখানায় যথাযথ তদারকি ও নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট কর্তপক্ষ ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে কল-কারখানায় যাতে এ ধরণের মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে সেজন্যে সরকারে তদারককারী বিভাগসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ