শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে চায় ভারত

আগামী ২০১৮ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হবার আগ্রহ প্রকাশ করেছে ভারত। দেশটি চলতি বছরের শেষভাগে অনূর্ধ্ব -১৭ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এটি ভারতের প্রথম কোন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল বলেন, ভারতের ফুটবলের উন্নয়নের জন্য দুই বছর পরের টুর্নামেন্টটির আয়োজনের যৌক্তিকতা রয়েছে। আগামী অক্টোবরে সেখানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল। ইতোমধ্যে ভারতে বিশেষ করে তরুণদের কাছে জনপ্রিয়তা বাড়ায়, ইন্ডিয়ান সুপার লীগে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ১০টিতে উন্নীত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্যাটেল বলেন,‘ ২০১৭ সালে ভারত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে যাচ্ছে। ভারতে ফুটবলের এই জাগরণ ধরে রাখতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলেরও আয়োজন করা প্রয়োজন বলে আমরা মনে করি।’ চলতি বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজন করবে দক্ষিণ কোরিয়া। তবে দুই বছর পরের টুর্নামেন্টটিও দ্বিতীয়বারের মত এশিয়ায় আয়োজন করতে চায় ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে এ বিষয়ে একটি ‘আগ্রহ পত্র ’ প্রেরণ করা হয়েছে বলেও ফেডারেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আগামী ৬ থেকে ২৮ অক্টোবর ভারতের ছয়টি শহরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ