ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

ইখওয়ানুল মুসলিমিন একটি সন্ত্রাসী সংগঠন: বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদ আলে খলিফা

অনলাইন ডেস্ক: মিশরের ইসলামি সংগঠন ইখওয়ানুল মুসলিমিনকে সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদ আলে খলিফা। তিনি বলেছেন, তার দেশের যেকোনো ব্যক্তি সংগঠনটির প্রতি সমর্থন জানাবে কিংবা কারো সঙ্গে সংগঠনটির সম্পর্ক যাওয়া গেলে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধে তার বিচার করা হবে।

বুধবার মিশরের রাজধানী কায়রোয় বৈঠকে বসেন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদ বলেন, “ইখওয়ানুল মুসলিমিন মিশরের জনগণের রক্ত ঝরিয়েছে এবং এ সংগঠন আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সে কারণে যে ব্যক্তিই এর প্রতি সহমর্মিতা দেখাবে তাকে এর ভিত্তিতে বিচার করা হবে।”

এদিকে, বাহরাইন থেকে প্রকাশিত ইখওয়ানের একটি পত্রিকা পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদের বক্তব্য নাকচ করেছে। বাহরাইনে ইখওয়ানুল মুসলিমিনের শাখা রয়েছে এবং এ সংগঠনের বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন। এছাড়া, সংগঠনের অনেক সদস্য সে দেশের নিরাপত্তা বাহিনী ও বিচারবিভাগে দায়িত্ব পালন করছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ