ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

চীনা নাগরিকদের ভারত সফরের ব্যাপারে সতর্ক করল বেইজিং

অনলাইন ডেস্ক: ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তজেনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে চীনা নাগরিকদের ভারত সফরের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। নয়াদিল্লিস্থ চীনা দূতাবাস এক বিবৃতি প্রকাশ করে এই সতর্কবাণী উচ্চারণ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাধ্য না হলে কোনো চীনা নাগরিক যেন এই মুহূর্তে ভারত সফরে না যায়। এ ছাড়া, যারা এরইমধ্যে ভারত সফরে চলে গেছে তাদেরকে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে পরামর্শ দেয়া হয়েছে।

চীনা দূতাবাসের বিবৃতিতে জনসমাগমের স্থানে বেশিক্ষণ অবস্থান করা থেকে বিরত থাকতে চীনা নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ভারতে চীনের পক্ষ থেকে স্থাপিত কারখানাগুলোতে হাজার হাজার চীনা কর্মী কাজ করছেন। এ ছাড়া, বছরে প্রায় দুই লাখ চীনা পর্যটক ভারত সফর করেন।

ভারতের চীনা দূতাবাস নিজ দেশের নাগরিকদের প্রতি এমন সময় এ সতর্কবাণী উচ্চারণ করল যখন জার্মানীর হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাম্প্রতিক সময়ে ভারত ও চীন সীমান্তে গুলি বিনিময়ের ঘটনায় দুই দেশের বেশ কয়েক ব্যক্তি হতাহত হয়েছেন।
-পার্স টুডে

অনলাইন আপডেট

আর্কাইভ