শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কীর্তনখোলা নদীতে ছড়িয়ে পড়ছে তেল তেলবাহী জাহাজ-কার্গোর সংঘর্ষ

 

সংগ্রাম ডেস্ক : বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী জাহাজ ও কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহাজটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়ে নদীতে তেল ছড়িয়ে পড়ছে। শীর্ষ নিউজ।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কীর্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টে এ ঘটনা ঘটে।

জাহাজে থাকা কর্মচারীরা জানিয়েছেন, সকালে চরকাউয়া পয়েন্টে তেলবাহী জাহাজ এমটি ফজলের সঙ্গে মালবাহী কার্গো এমভি মায়ের দোয়া-২-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তেলবাহী জাহাজটির সম্মুখভাগ বেশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ওই অংশ দিয়ে তেল বের হয়ে তা নদীতে ছড়িয়ে পড়ছে। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে।

তবে ক্ষতিগ্রস্ত কোনো জাহাজেরই ডুবে যাওয়ার আশঙ্কা নেই বলে জানান ওসি।

অনলাইন আপডেট

আর্কাইভ