শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে ঝোপঝাড় কেটে ফেলার নির্দেশ

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: চোরাচালান প্রতিরোধ ও অনুপ্রবেশ ঠেকাতে কলারোয়ার সীমান্ত জনপদ গুলোতে সন্ধ্যার পরে দোকানপাট বন্ধ ও লোকজন চলাচলের উপর কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। অবিলম্বে ১৫০ গজের মধ্যে চাষীদের ক্ষেতের পাট এবং জমির ঝোপঝাড় কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। চান্দুড়িয়া বিজিবি, হিজলদী বিজিবি, মাদরা বিজিবি, কাকডাঙ্গা বিজিবি এবং তলুইগাছা বিজিবি’র পক্ষ থেকে কলারোয়ার সীমান্ত সংলগ্ন জনপদে এই নির্দেশনা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার সীমান্ত জনপদ চান্দুড়িয়া, গোয়ালপাড়া, সুলতানপুর, হিজলদী, বড়ালী, চান্দা, উত্তর ভাদিয়ালী, দক্ষিণ ভাদিয়ালী, গাড়াখালী ও কেড়াগাছি গ্রামের নো-ম্যানন্স ল্যা-ে জনবসতি এবং দোকানপাট রয়েছে। সংশ্লিষ্ট এলাকার বিজিবি’র পক্ষ থেকে কোথাও রাত ৯ টার পরে কোথাও রাত ৮ টার পরে এসব এলাকার দোকান পাট বন্ধ করার জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। হিজলদী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক কলেজ শিক্ষক জানায়, তাদের এলাকায় সন্ধ্যা ৮ টার মধ্যে এবং চান্দুড়িয়া গ্রামের নজু ও ভাদিয়ালী গ্রামের মোন্তাজ জানায়, তাদের এলাকায় রাত ৯ টার মধ্যে দোকানপাট বন্ধ করতে বলা হয়েছে। এই সময়ের পর রাস্তা ঘাটে কাউকে পাওয়া গেলে তাদের আটক করে মামলা দেওয়া হবে বলে মৌখিক ভাবে কঠোর হুঁশিয়ারী দেওয়া হয়েছে।
এছাড়া জিরো পয়েণ্ট থেকে দেড়’শ গজের মধ্যে অবিলম্বে জমির পাট ও ঝোপঝাড় কেটে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এব্যাপারে মোবাইলে যোগাযোগ করা হলে কাকডাঙ্গা বিজিবি ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, আগামী বছর থেকে সীমান্তের দেড়’শ গজের মধ্যে কোন পাট চাষ করা যাবে না।

অনলাইন আপডেট

আর্কাইভ