শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

বালিয়াডাঙ্গীতে এক কৃষককে কুপিয়ে হত্যা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর (নয়াবন্দর) গ্রামের খলিলুর রহমান (৫০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে বিশ্রামপুর (নয়াবন্দর) ভূট্টা ক্ষেতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান ইদ্রিশ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, খলিলুর রহমানকে আনুমানিক রাত ১২টায় মোবাইল ফোনে ডেকে নিয়ে পার্শ্ববর্তী ফাঁকা মাঠের ভূট্টা ক্ষেতে অমানবিক নির্যাতন চালিয়ে মাথায় ও গলায় ৪/৫ টি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।
মৃত্যু নিশ্চিত করার পর অনুমান ৫শ গজ দূরে দানেশ মিলারের গরু ফার্মের পিছনে বাঁশ ঝাড়ের পার্শ্বে ফেলে নিহত খলিলুর রহমানের সিমকার্ড রেখে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধ থাকায় এ হত্যাকান্ড হতে পারে বলে আমাদের ধারণা।
এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ সন্দেহজনক ভাবে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃতরা হলো বিশ্রামপুর গ্রামের মৃত দানেশ আলীর ছেলে আকবর আলী (৪০), আইজুল হকের ছেলে আব্দুর রহিম (২৮) ও দরশতুল্লার ছেলে আব্দুস সুভান (৫০)।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, এএসপি লালন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল হাসিবুল আলম, বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান।
এদিকে জানা যায়, নিহত খলিলুর রহমান অত্র এলাকার সহজ সরল ও নিরীহ মানুষ ছিলেন, তার সাথে তেমন কারো শত্রুতা ছিল না। জমিজমার জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে এলাকাবাসী জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ