বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

রাসিক’র ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধন

রাজশাহী অফিস : মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) জনগণের দোরগড়ায় সেবা প্রোগ্রামের আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন নাগরিক সেবামূলক ওয়ান স্টপ হোল্ডিং সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় মেয়র বলেন, জনগণের সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নগরবাসী যেন আরো বেশী নাগরিকসেবা লাভ করতে পারে এজন্য আমাদের আরো বেশী আন্তরিক হতে হবে। নগর ভবনে একই স্থান থেকে কি ভাবে দ্রুততম সময়ে নাগরিকদের সেবা প্রদান করা যায় এজন্য ওয়ান স্টপ হোল্ডিং সার্ভিসে সেন্টারে নিয়োজিত কর্মীদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। নাগরিক সেবা সুনিশ্চিত করতে এ দায়িত্বে নিয়োজিত নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। এ প্রকল্পে প্রধানমন্ত্রীর যে শ্লোগান তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আরো বেশী দায়িত্বশীল হতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম ডিজিটালাইজেশন করার জন্য সকল উদ্যোগ এগিয়ে চলেছে। টেন্ডার, হোল্ডিং ট্যাক্স, লাইসেন্সসহ সকল তথ্য সেবা অনলাইনে গ্রহণ ও প্রেরণ কার্যক্রম রাজশাহী সিটি কর্পোরেশন সম্পাদন করে যাচ্ছে। আগামীতে বিভিন্ন তথ্য মোবাইল ম্যাসেজের মাধ্যমে প্রেরণের উদ্যোগ গ্রহণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এজন্য রাজশাহী মহানগরবাসীর সহযোগিতা কামনা করেন মেয়র। এসময় রাসিকের কাউন্সিলর মাহবুব সাঈদ টুকু, আবদুস সোবহান লিটন, বেলাল আহম্মেদ, রবিউল আলম মিলু, মো. টুটুল, কামরুজ্জামান, রুহুল আমিন, আশরাফুল হাসান বাচ্চু, সোহরাব হোসেন শেখ, শাহজাহান আলী, সামসুন নাহার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আকতার জাহান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. নূর ইসলাম তুষার, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।
রাসিক কাউন্সিলরদের বিবৃতি
গত ২৭ জুলাই বৃহস্পতিবার নগর ভবন ওয়ান স্টপ বুথ চত্বরে সভা চলাকালীন তিন নারী কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরবৃন্দ। তারা এ বিবৃতিতে কর্মচারীদের দাবি আদায়ের মতবিনিময় সভায় রাসিকের প্যানেল মেয়র ৩ ও ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা. নূরুন্নাহার বেগম, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা. নাসিরা খানম, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা. মুসলিমা বেগম বেলীর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ