বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

রংপুর সিটি করপোরেশন সোয়া হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

রংপুর অফিস : ২০১৭-১৮ অর্থ বছরের জন্য রংপুর সিটি করপোরেশনের ১ হাজার ১২ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ৪০৮ কোট টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের নগর মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন সিটি মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৯০ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৬৪ টাকা। এর বড় অংশ আসবে গৃহ ও ভূমি কর, হাটবাজার-জলমহাল- বাস ট্রাক স্ট্যান্ড ইজারা, স্থাবর সম্পত্বি বিনিময়, অটোরিকশা লাইসেন্স খাত থেকে। আর উন্নয়ন সহায়ক খাতে সরকার প্রদত্ব উন্নয়ন সহায়তা, ডিপিপি-জিওবি, এমজিএসপি, সিজিপি জলবায়ু প্রকল্প ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে আয় ধরা হয়েছে ৯২১ কোটি ৯২ লাখ ৭৭ হাজার ৩৪৪ টাকা। পক্ষান্তরে ব্যয় ধরা হয়েছে রাজস্বে ৯০ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার টাকা ও উন্নয়ন সহায়ক খাতে ৯২১ কোটি ৯২ লাখ ৭৭ হাজার ৩৪৪ টাকা। এবারের বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৪৭ লাখ ৫৯ হাজার ৬৪ টাকা।
বাজেট বক্তৃতায় মেয়র ঝন্টু বলেন, রংপুর মহানগরীকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

অনলাইন আপডেট

আর্কাইভ